নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লির বাতাস এখনও দূষিতই। দিন দিন খারাপ হচ্ছে দিল্লির বাতাসের গুণগতমান। আগামী কয়েকদিনে দূষণ পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, দিল্লি ও সংলগ্ন অঞ্চলে ৩ নভেম্বর পর্যন্ত রাতে ও সকালের সময়ে ধোঁয়াশা এবং ঘন কুয়াশা থাকবে।
শীতের মরসুম কড়া নাড়ছে। প্রতি বছরের মতো এবারও দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকায় হাজির বায়ুদূষণ। শীত যত এগিয়ে আসছে দিল্লির বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) বা একিউআই ততই খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। এই পরিস্থিতি যে আগামী দিনে আরও খারাপ হতে পারে, সেই আশঙ্কাই গ্রাস করছে রাজধানীবাসীকে। শনিবার সকালে দিল্লির আনন্দ বিহার, নেহরু প্লেস, অক্ষরধাম মন্দিরের মতো এলাকাগুলিতে বাতাসের গুণগত মান খারাপ ছিল। শনিবার সকালে আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৮০, লোধি রোডে একিউআই ছিল ২২৭।