BRAKING NEWS

করিমগঞ্জের বৈঠাখা‌লে বাস দুর্ঘটনা, আহত ৩০-এর বেশি যাত্রী, সংকটজনক পাঁচ

পাথারকান্দি (অসম), ২ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন বৈঠাখাল বাজার এলাকায় ৮ নম্বর জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৩০-এর বেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গেছে। দুর্ঘটনাটি আজ শ‌নিবার সকা‌ল প্রায় সোয়া আটটা নাগাদ সংঘটিত হয়েছে।

বাজা‌রিছড়া থানাধীন রাঙামা‌টি থেকে জেলা সদর করিমগঞ্জ যাচ্ছিল যাত্রীবোঝাই এএসটিসি প‌রি‌ষেবার এএস ১০ ৫৮২০ নম্বরের বাস। বাসে স্কুল-কলেজের ছাত্রছাত্রী সহ শিশু-পুরুষ-মহিলা সাধারণ যাত্রী ছিলেন। কিন্তু বাসটি বৈঠাখাল এলাকায় জাতীয় সড়‌কের পাশে একটি ধাবার সামনে এসে আচমকা পাল্টি খেয়ে দুৰ্ঘটনার কবলে পড়ে। সংঘ‌টিত দুর্ঘটনায় জখম হয়েছেন তিরিশের বেশি যাত্রী।

স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে বাসের ভিতর থেকে আহত যাত্রীদের উদ্ধার ক‌রে চিকিৎসার জন্য পাথারকান্দি সামূ‌হিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরবর্তীতে পাথারকান্দি হাসপাতাল থেকে আহত বেশ কয়েকজনকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গেছে।

ইত্যবসরে অকুস্থলে ছুটে আসে পুলিশের দল। পুলিশ দুর্ঘটনার কারণ ইত্যাদি জানতে তদ‌ন্ত শুরু করেছে। দুর্ঘটনাগ্রস্ত বা‌সের যাত্রীরা পুলিশের কাছে প্রদত্ত বয়ানে বলেছেন, বাসের চালক দুর্ঘটনার পূর্বমুহূর্ত পর্যন্ত অনর্গল তার মোবাইল ফোনে কথা বলতে ব্যস্ত ছিলেন। বৈঠাখা‌লে আসার পর অপেক্ষারত কয়েকজন যাত্রী বাসটি‌কে দাঁড়াতে সিগন্যাল দেন। তখন আচমকা ব্রেক কষেন ফোনে বার্তালাপে ব্যস্ত চালক। আচমকা ব্রেক কষার ফলে বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কের পা‌শে উল্টে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *