BRAKING NEWS

ঝড় ও বৃষ্টিতে দুর্বিষহ অবস্থা স্পেনে, মৃতের সংখ্যা বেড়ে হল ২০৫

মাদ্রিদ, ২ নভেম্বর (হি.স.): অদূর অতীতে এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখেনি স্পেন। চলতি বছরে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি হয়েছে স্পেনে, বিগত কয়েকদিন ধরেই অতি ভারী বৃষ্টি চলছে। যার ফলে বন্যার কবলে পড়েছে একাধিক প্রদেশ। বিশেষ করে স্পেনের দক্ষিণ ও পশ্চিম প্রদেশে বৃষ্টির দাপট বেশি থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে। গত শুক্রবার থেকে ফের বৃষ্টি বেড়ে গিয়েছে স্পেনের আন্ডালুসিয়া ও হিউএলভাতে। নতুন করে ভারী বৃষ্টির সতকর্তা জারি হয়েছে হিউএলভাতে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নিখোঁজ বাসিন্দাদের উদ্ধারে ভ্যালেন্সিয়ায় মোতায়েন করা হয়েছে ১০০-র বেশি সেনা। গোটা দেশে মোতায়েন করা হয়েছে ২২০০-র বেশি জওয়ানকে। স্পেনে এই প্রাকৃতিক দুর্যোগের জেরে এখনও পর্যন্ত ২০৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যাটা বাড়তে পারে বলেই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। কারণ বহু প্রদেশে কাদা মাটির নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *