BRAKING NEWS

আদি বদ্রী সড়ক প্রকল্পের জন্য মিলেছে কেন্দ্রের অনুমোদন, কমবে ভ্রমণের সময়  

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): হিমাচল প্রদেশের সিরমাউর জেলা ও প্রতিবেশী হরিয়ানায় ৭ কিলোমিটার বিস্তৃত একটি সড়ক প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক। এই সড়কের ফলে আদি বদ্রীতে খুবই সহজে পৌঁছনো যাবে, এই আদি বদ্রী সরস্বতী নদীর উৎপত্তিস্থল বলেও মনে করা হয়।এই সড়ক প্রকল্পের সৌজন্যে হিমাচল প্রদেশের মধ্যেই আদি বদ্রীর একটি সরাসরি রুট তৈরি হবে, এর ফলে হরিয়ানার মধ্য দিয়ে ভ্রমণের প্রয়োজনীয়তা দূর হবে। বর্তমানে নাহানের ভ্রমণকারীদের আদি বদ্রীতে পৌঁছনোর জন্য হরিয়ানার মধ্য দিয়ে ৭০ কিলোমিটার অথবা কোলার ও হরিয়ানা হয়ে ৫০ কিলোমিটার ভ্রমণ করতে হয়। নতুন রাস্তাটি ৫০ শতাংশের বেশি যাত্রা কমিয়ে দেবে, উপকৃত হবে পর্যটক ও পুণ্যার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *