নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৯ অক্টোবর: দেশের মহিলাদের স্বশক্তিকরণের লক্ষ্যে সরকার স্ব-সহায়ক দলের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা যেমন করছেন। ঠিক তেমনি প্রশিক্ষণ শেষে আত্মনির্ভর হওয়ার জন্য ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার ব্যবস্থা ও করে দিচ্ছেন।যার ফলে দেশের মহিলারা এখন স্বনির্ভর হয়ে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে সংসার প্রতিপালন করছেন।
রাউৎখলা গ্ৰাম পঞ্চায়েতের গ্ৰামোন্নয়ন গ্ৰামীণ সংগঠনের অঞ্জনা সরকার, কিছু দিন পূর্বে স্ব-সহায়ক দলের হয়ে মোমবাতির প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে টিআরএলএম থেকে ঋণ নিয়ে মোমবাতি তৈরির কাজ শুরু করেন। আসন্ন দীপাবলি উৎসবকে সামনে রেখে দেশের প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকাল নীতিতে উদ্বুদ্ধ হয়ে এবং অঞ্জনা সরকারকে এই কাজকে আরো উৎসাহিত করতে মঙ্গলবার বিশিষ্ট সমাজ সেবক শুভঙ্কর সাহা, রাউৎখলা গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জিত দেবনাথ, পঞ্চায়েত সমিতির সদস্যা সুমনা ভৌমিক, জনপ্রিয় গ্ৰামীণ সংগঠনের সভানেত্রী সুচিত্রা রায় চৌধুরী সহ বিভিন্ন স্ব-সহায়ক দলের মহিলারা অঞ্জনা সরকারের কাছ থেকেই উনার তৈরি মোমবাতি গুলো ক্রয় করার জন্য উপস্থিত হন রবীন্দ্রনাথ কলোনী কালিমন্দির প্রাঙ্গণে।
এবং সকলে মিলে অঞ্জনা সরকারের তৈরি মোমবাতি গুলো ক্রয় করেন। মোমবাতি যেহেতু বাঙালি পরিবারে ঠাকুরের আসনে প্রতিদিন ব্যবহৃত হয়। তাই আগামীদিনেও সব স্ব-সহায়ক দলের সদস্যরা অঞ্জনা সরকারের কাছ থেকে মোমবাতি কেনার সিদ্ধান্ত নেয়। বিশিষ্ট সমাজ সেবক শুভঙ্কর সাহাও সকলকে আলোর উৎসব দীপাবলিতে বিভিন্ন স্ব-সহায়ক দলের দিদিদের তৈরি প্রোডাক্ট ক্রয় করার আহ্বান জানান।