BRAKING NEWS

আগামীকাল ভারত বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ, ভালো রান হবে বলেই আশা

গোয়ালিয়র, ৫ অক্টোবর (হি.স.): আগামীকাল ভারত-বাংলাদেশ প্রথম  টি-টোয়েন্টি ম্যাচ হবে  গোয়ালিয়রে। এই মাঠের টি-টোয়েন্টি রেকর্ডেও আছে বড় রানের পূর্বাভাস। মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক পরিসংখ্যান বলছে , গত জুনে এই মাঠে মধ্য প্রদেশ ক্রিকেট লিগের ১২ ম্যাচের মধ্যে দুই’শ রান হয়েছে চারবার। তাই আগামীকাল ভারত বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে এ রকমই স্কোর হবে বলে আশা মধ্যপ্রদেশ ক্রিকেট এসোসিয়েশনের  কর্মকর্তাদের। কর্মকর্তারা মনে করছেন, পিচ বদলানোর সুযোগ নেই। এখানে ভালোই রান হবে ধরে রাখা যায়।মধ্যপ্রদেশ লিগের ফাইনাল ম্যাচের কথা মনে করিয়ে দিয়েছেন এক কর্মকর্তা। গোয়ালিয়র চিতার করা ৭ উইকেটে ১৯৩ রান মালওয়া পেন্থার ১ বল বাকি থাকতেই টপকে যায়। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তো জব্বলপুর  লায়ন্স ৪ উইকেটে করেছিল ২৪৯ রান, জবাবে ভোপাল লেপার্ড করেছিল ২১৬ রান। পুরো টুর্নামেন্টে প্রথম ইনিংসে গড় রান হয়েছে ১৭১, দ্বিতীয় ইনিংসে ১৫০।

তাই মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বড় রান চান আগামীকালের ভারত বাংলাদেশ ম্যাচে। নতুন এই স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেকে রোমাঞ্চকর ম্যাচ উপহার দিতে চান আয়োজকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *