BRAKING NEWS

সুপার লিগ ফুটবল : সাফল্য নির্ণায়ক ম্যাচে আজ লালবাহাদুর-ব্লাডমাউথ, এগিয়ে চল-রামকৃষ্ণ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জিতলেই ট্রফি। সঙ্গে রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কার। ক্লাব ফুটবলে সাফল্য পেতে মরিয়া চারটি দল-ই। কোনও দল যেন তার প্রতিপক্ষকে মাঠের লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। সুপার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে চারটি দলের অবস্থান এখন এমন পর্যায়ে ঠেকেছে, প্রতিটি দলই জয়ের লক্ষ্যে মরিয়া। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ক্লাব ফুটবলের সুপার লিগের অন্তিম দিনের শেষ দুটি ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় লাল বাহাদুর ব্যায়ামাগার ও ব্লাডমাউথ ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। লিগ পর্যায়ের খেলায় কিন্তু ব্লাড মাউথ ক্লাব দুই গোলের ব্যবধানে লাল বাহাদুর কে পরাজিত করেছিল। আগামী কালের ম্যাচে লাল বাহাদুরের লক্ষ্য রয়েছে সরাসরি জয় ছিনিয়ে নিজেদের চ্যাম্পিয়নের দাবিদার হিসেবে দাঁড় করানো। ‌ অপরদিকে ব্লাড মাউথ চাইছে সুপার লিগে প্রথম জয়ের স্বাদ ছিনিয়ে চ্যাম্পিয়ন অথবা রানার্স ট্রফির দাবিদার হতে। সন্ধ্যা সোয়া ছয়টায় সুপার লিগের অন্তিম ম্যাচে এগিয়ে চল সংঘ ও রামকৃষ্ণ ক্লাব পরস্পরের বিরুদ্ধে খেলবে। দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়ে এগিয়ে চল সংঘ আপাতত এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে বলে সাফল্যের দোরগোড়ায় রয়েছে বলা যেতে পারে। ড্র-তেও যদি ম্যাচ নিষ্পত্তি হয়, তবেও তাদের পক্ষে ট্রফির নিশ্চয়তা থাকছে। লিগ পর্যায়ের খেলায় এগিয়ে চল সংঘ কিন্তু ন্যূনতম গোলে রামকৃষ্ণ ক্লাবকে হারিয়েছিল। ‌ আগামীকাল ভাইটাল দুটো ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে কোন্ দুটি দল এবারকার চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফি কোন ক্লাবঘর আলোকিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *