BRAKING NEWS

সিপিএমের মতাদর্শগত অবস্থান হল সন্ত্রাস, আজ তাঁরাই রাজ্যে আইনশৃঙ্খলা নেই বলে দাবি করছেন : নবেন্দু 

আগরতলা, ২৮ সেপ্টেম্বর : সিপিএমের মতাদর্শগত অবস্থান হল সন্ত্রাস। আজ তাঁরাই রাজ্যে আইনশৃঙ্খলা  নেই বলে দাবি করছেন। তাঁরা জনসম্মুখে রাজনৈতিক খুনের তথ্য দিচ্ছেন। আজ সংবাদিক সম্মেলনে সিপিএমের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য।

এদিন তিনি বলেন, বিরোধী দল সিপিএম অভিযোগ করেছে গ্রামে কাজ ও খাদ্যের অভাব রয়েছে। জনগনের নিকট তাদের দৃষ্টান্তমূলক উদাহরণ দেওয়ার জন্য বলেন তিনি। আসলে সিপিএমের নেতাদের সবকিছুতে রসদ সংগ্রহণ করাতে ভাঁটা পড়েছে। তাছাড়া, গাঁজা চাষীদের থেকে শুল্ক আদায় করা এখন বন্ধ হয়ে গেছে। তাই তাঁরা বিভ্রান্ত তৈরী করার চেষ্টা করছে।

এদিন তিনি আরো বলেন, বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর গ্রামে গ্রামে পাঁকা বাড়ি নির্মাণ হয়েছে। বিগত দিনে বাম জামানায় গ্রামে গ্রামে পাঁকাবাড়ি ছিল না। যা পাঁকা বাড়ি থাকত তা আসলে সিপিএমের দলীয় কার্যালয় ছিল। তাঁর অভিযোগ, বাম জামানায় চাকুরী নিয়ে মামলা দায়ের করা হত। বাঁকা পথে চাকুরী দেওয়ার নীতি ছিল সিপিএমের। স্বদলীয়ের পরিবারের সদ্যসদের চাকুরী দেওয়া হত। কিন্তু এখন এমন নিয়ম নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *