ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ক্রমশ ত্রিপুরায় খেলার সুদিন ফিরে আসছে। প্রকৃত সংস্থা ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন এবং অন্যান্যরা রাজ্যের প্রকৃত খেলাগুলি পুনরুদ্ধারের জন্য লড়াই করছে এবং সেই অনুযায়ী সাফল্যের লক্ষ্যে অনেকটা এগিয়ে এসেছে। ইতোমধ্যে ১১ টি কার্যকরী রাজ্য সংস্থা ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের ছাদের তলায় রাজ্যে সুস্থ খেলার পরিবেশ সৃষ্টি করার কাজ হাতে নিয়েছে। আরো নয়টি সংস্থা যথা সময়ে নিজ নিজ সর্বভারতীয় ফেডারেশনের সঙ্গে আলোচনার টেবিলে প্রকৃত সত্য বিষয় পেশ করার মধ্য দিয়ে তারাও ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সঙ্গে একত্রিত হতে এগিয়ে আসছে। এপর্যন্ত যে সংস্থাগুলো বিশেষ করে ফুটবল, টেনিস, হ্যান্ডবল, স্কোয়াশ, ট্রাইথলন, বাস্কেটবল, ওয়েট লিফটিং, পেনচাক সিলাট, জুডো এবং ক্যারাটে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের যোগসূত্রে চলে এসেছে। এখন থেকে সর্বভারতীয় ফেডারেশন আয়োজিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণে কোনও অসুবিধা থাকবে না। বাকি যে নয়টি সংস্থা অ্যাথলেটিক্স, তাইকোন্ডো, উষু, কাবাডি, হকি, ভলিবল টেবিল টেনিস, বাস্কেটবল সংস্থাগুলো অতি সম্প্রতি আলোচনার টেবিলে বসছে। আজ দুপুরে বেলা দুটোয় আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা এ বিষয়ে বিস্তারিত তথ্য সমৃদ্ধ আলোচনার মাধ্যমে ব্যক্ত করেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে সভাপতি দ্রোণাচার্য্য বিশ্বেশ্বর নন্দী, সহ-সভাপতি স্বপন সাহা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লিটন রায় সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।