BRAKING NEWS

আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধির লাগাম টানতে অভিযানে  সদর এনফোর্সমেন্ট টিম

আগরতলা, ৮ জুন: বাজারে আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধির লাগাম টানতে অভিযানে নেমেছে সদর এনফোর্সমেন্ট টিম। আজ আগরতলা শহরের বিভিন্ন বাজার অভিযান চালিয়ে ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করে প্রশাসনিক টিম। বৈধ কাগজ না থাকায় একটি দোকানের মালিককে শোকশ নোটিশ দেওয়া হবে। 

আজকের অভিযান ডেপুটি ডাইরেক্টর ফুড ডিপার্টমেন্ট স্বপন দেববর্মা , ফুড কন্ট্রোল অনিরুদ্ধ ধর চৌধুরী চিফ ইন্সপেক্টর শর্মিষ্ঠা দাস দেবজ্যোতি চক্রবর্তী ইন্সপেক্টর ফুড কিষাণ সাহা।

ডেপুটি ডাইরেক্টর ফুড ডিপার্টমেন্ট স্বপন দেববর্মা জানিয়েছেন, বেশ কিছু যাবৎ রাজ্যের বিভিন্ন বাজারে আলু ও পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে। যা সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আজ বাজারে পেঁয়াজের মূল্য যাচাই করতে অভিযান শুরু করেন তাঁরা। এইদিন বাজারে গিয়ে লক্ষ্য করেন বাজারে যথেষ্ট পরিমাণে পেঁয়াজ মজুত রয়েছে।

তিনি আরও জানিয়েছেন, একটি দোকানের মালিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পেয়াঁজের ক্রয় বা বিক্রয়ের বৈধ কাগজ দেখাতে পারেন নি। বৈধ কাগজ না থাকায় সোমবার শোকজ নোটিশ দেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *