BRAKING NEWS

এখন বিশ্বের প্রতিটি দেশে ভারতবাসীর গর্ব ও ভারতের প্রতি সম্মান বাড়ছে : প্রধানমন্ত্রী

মুঙ্গের, ২৬ এপ্রিল (হি.স.) : এখন বিশ্বের প্রতিটি দেশে ভারতবাসীর গর্ব বাড়ছে, ভারতের প্রতি সম্মান বাড়ছে। দেশবাসীর উদ্দেশ্যে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিহারের মুঙ্গেরের এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “গত ১০ বছরে ভারতের সুনাম বেড়েছে, বিশ্বে ভারতের জয়জয়কার হচ্ছে।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “মুঙ্গেরের এই ভূমি… আত্মসম্মানের ভূমি, ঐতিহ্যের ভূমি। এই অঞ্চল ভারতের সমৃদ্ধির সেই সময় দেখেছে যা কল্পনা করাও কঠিন। এখন এনডিএ সরকার ভারতে একই সমৃদ্ধি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এই সময়ে বিশ্বও জানে যে এটাই ভারতের সময়। বিশ্ব এটাও মনে করে যে ভারতের জনগণ যত শক্তিশালী সরকার গঠন করবে, বিশ্ব ততই শক্তিশালী হবে।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “এখন বিহারে লড়াই হচ্ছে এনডিএ-র সন্তুষ্টির মডেল এবং ইন্ডি জোটের তোষণ মডেলের মধ্যে।” মোদীর কথায়, “লণ্ঠনের অন্ধকার যুগে যে জঙ্গলরাজ বিরাজ করেছিল, তার থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুঙ্গের। আগে সবাই এখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবত, কিন্তু জেডিইউ এবং বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার বিহারকে লন্ঠনের সেই অন্ধকার যুগ থেকে বের করে এনেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *