BRAKING NEWS

কংগ্রেস হিন্দুবিরোধী : পদ্মশিবিরে যোগ দিয়েই কংগ্রেসকে কটাক্ষ রাধিকা খেরার

নয়াদিল্লি, ৭ মে (হি.স.) : নির্বাচনী আবহের মধ্যে পদ্মশিবিরে যোগ দিয়েই সদ্য কংগ্রেস ছেড়ে আসা নেত্রী রাধিকা খেরা কটাক্ষ ছুঁড়ে দিলেন হাত শিবিরের দিকে। তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “রামলালার ভক্ত হওয়ার জন্য, রামলালার দর্শন করার জন্য মা কৌশল্যার ভূমিতেই আমাকে যেভাবে দুর্ব্যবহারের শিকার হতে হয়েছিল, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিজেপি সরকার, মোদী সরকারের সুরক্ষা না পেলে আমি এখানে আজ পৌঁছাতে পারতাম না। আজকের কংগ্রেস আর মহাত্মা গান্ধীর কংগ্রেস নেই, এরা এখন রাম বিরোধী, হিন্দুবিরোধী।”

খেরার অভিযোগ, অযোধ্যায় রাম মন্দিরে যাওয়ার পর থেকেই কংগ্রেস তাঁকে ঘৃণা করতে শুরু করে। খেরা দাবি করেন, কংগ্রেস তাঁকে নির্বাচনের সময় মন্দিরে না যাওয়ার নির্দেশ দিয়েছিল। আমি সবসময় শুনেছি যে কংগ্রেস রাম বিরোধী, সনাতন বিরোধী এবং হিন্দু বিরোধী, কিন্তু আমি কখনই এটি বিশ্বাস করিনি। মহাত্মা গান্ধী প্রতিটি সভা শুরু করতেন ‘রঘুপতি রাঘব রাজা রাম’ দিয়ে। আমি এমন ঘটনার মুখোমুখি হই যখন আমি আমার ঠাকুমার সঙ্গে রাম মন্দিরে যাই এবং সেখান থেকে ফিরে আমার বাড়ির দরজায় ‘জয় শ্রীরাম’ পতাকা লাগিয়ে দিই। তারপরেই কংগ্রেস আমাকে ঘৃণা করতে শুরু করে। তিনি আরও বলেন, কংগ্রেস আমাকে ধমক দিয়ে বলেছিল যে, নির্বাচন চলাকালীন আমি কেন অযোধ্যা গিয়েছিলাম। তিনি বলেন, এ থেকেই বোঝা যায়, কংগ্রেস আসলে রাম বিরোধী, সনাতন বিরোধী এবং হিন্দু বিরোধী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *