BRAKING NEWS

এখনই অন্তর্বর্তী জামিন পাচ্ছেন না কেজরিওয়াল, বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে ফের শুনানি

নয়াদিল্লি, ৭ মে (হি.স.) : দিল্লি আবগারি নীতি মামলায় এখনই অন্তর্বর্তীকালীন জামিন পাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে এই মামলার ফের শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। এদিকে, মঙ্গলবারই কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধি করল দিল্লির একটি আদালত। কেজরিওয়ালকে আগামী ২০ মে পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

ইডি এদিন সুপ্রিম কোর্টকে বলেছে, এটি কোনও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা নয়। ইডি-র পক্ষ থেকে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেছেন, “আমরা রাজনীতি নিয়ে উদ্বিগ্ন নই, আমরা প্রমাণ নিয়ে উদ্বিগ্ন এবং আমাদের কাছে প্রমাণ রয়েছে।” এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সুপ্রিম কোর্টকে জানায়, অরবিন্দ কেজরিওয়াল ২০২২ সালের গোয়া বিধানসভা নির্বাচনের সময় ৭-তারা গ্র্যান্ড হায়াত হোটেলে উঠেছিলেন এবং বিল মিটিয়েছিলেন চনপ্রীত সিং, যিনি এএপি-র প্রচারের জন্য নগদ তহবিল গ্রহণ করেছিলেন বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *