BRAKING NEWS

ত্রিপুরা : ভোট প্রহসনের বিরোধীদের অভিযোগে কঠোর নির্বাচন কমিশন, দুই ভোট কর্মী বরখাস্ত এবং দুই জনকে গ্রেফতার

আগরতলা, ১৯ এপ্রিল : ত্রিপুরায় ভোট প্রহসনের বিরোধীদের অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। দুই ভোট কর্মীকে বরখাস্ত এবং দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ড. বিশাল কুমার জানিয়েছেন। তাঁর দাবি, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে অরাজকতা বরদাস্ত করা হচ্ছে। ভোট চলাকালীন অভিযোগ মিললেই তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাতে তিনি আশাবাদী ভোটাররা সন্তুষ্ট হবে।

আজ সকাল থেকেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোটে এবং রামনগর উপনির্বাচনে প্রহসনের অভিযোগ তুলেছে বিরোধীরা। একগুচ্ছ অভিযোগ ইতিমধ্যেই কমিশনের কাছে জমা দিয়েছে তাঁরা। শুধু তাই নয়, ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে রিটার্নিং অফিসারের সাথে ইন্ডি জোটের এক প্রতিনিধি দল দেখা করেছে সমস্ত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

সমস্ত অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখার জন্য এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ড. বিশাল কুমার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। এ-বিষয়ে তিনি বলেন, ত্রিপুরায় সকাল থেকে অধিকাংশ স্থানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। তবে, কয়েকটি স্থানে পোলিং এজেন্টদের মারধর এবং ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ করেছেন বিরোধীরা। ওই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাতে, ভোটাররা সন্তুষ্ট হবেন এবং বেশি সংখ্যায় ভোটদানে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। সাথে তাঁর দাবি, কমিশনের তরফে সমস্ত রাজনৈতিক দলগুলিকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে।

এদিন তিনি বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কমিশন কঠোর ব্যবস্থা নিয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় দুই ভোট কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া, ভোটারদের বাধা দেওয়ার অভিযোগের ভিত্তিতে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। সাথে তিনি যোগ করেন, বক্সনগর এবং মোহনপুর থেকেও ভোট প্রহসনের কিছু অভিযোগ মিলেছে। সমস্ত কিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *