BRAKING NEWS

বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্র-ছাত্রীদের ফি মুকুব করার দাবি জানানো ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ: বকেয়া ফি পরিশোধ না করায় ছাত্রছাত্রীদের মার্কশিট আটকে রেখেছে স্কুল কর্তৃপক্ষ। এমনই অভিযোগে নেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটি।

এদিন এক বিবৃতি জারি করে ছাত্র ফেডারেশনের তরফে বলা হয়েছে, বিদ্যাজ্যোতি স্কুলের নামে সাধারণ ছাত্রছাত্রীদের উপর ফি’র বোঝা চাপানো হয়েছিল। ইতিমধ্যে অতিরিক্ত ফি বহন করতে না পেরে ছাত্রছাত্রীদের অন্য স্কুলে স্থানান্তর করতে বহু অভিভাবক বাধ্য হয়েছেন। কিন্তু তারা জানান,  ছাত্র সংগঠনের তরফে দাবী করা হয়েছিল ফি আদায় অবিলম্বে বন্ধ করা হোক।

এই বিবৃতিতে তারা আরো উল্লেখ করেন যে,
রাজধানীর প্রাণকেন্দ্রে বনেদী শিশুবিহার স্কুলে ফলপ্রকাশের পর যেসকল ছাত্রছাত্রীদের অভিভাবকেরা বিদ্যাজ্যোতির ফি মিটিয়ে দিতে পারেনি তাদের মার্কশিট আটকে রাখা হয়েছে। এই ঘটনাকে চূড়ান্ত অমানবিক ঘটনা বলে দাবি করেছে ছাত্র সংগঠন।
কোমলমতী শিশুদের মনে এধরনের ঘটনা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই অবিলম্বে বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্রছাত্রীদের থেকে ফি আদায় মুকুব করার দাবি জানিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন, সদর বিভাগীয় কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *