নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৫ মার্চ: বাল্যবিবাহ প্রতিহত করতে প্রশাসনের তরফ থেকে নানা সামাজিক প্রচার কর্মসূচি চালানো হচ্ছে। পুলিশ প্রশাসনও বাল্যবিবাহ বন্ধ করতে প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা গ্রহণ করে চলেছে।
বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে বিশালগড় মহকুমা প্রশাসন। জানা গেছে, গত দুদিন আগে আগরতলা খয়েরপুর এলাকা থেকে একটি নাবালিকাকে তুলে আনে মধুপুর থানাধীন সীতাখলা এলাকার এক যুবক।
পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশালগড় মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস এবং মধুপুর থানার ওসি বিভাস রঞ্জন দাসের যৌথ উদ্যোগে শুক্রবার দুপুরে কোনাবন এলাকা থেকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে মধুপুর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস সহ পুলিশ। মধুপুর থানার পক্ষ থেকে মেয়েটির পরিবারকে খবর পাঠানো হয়েছে।
জানা গেছে আপাতত নাবালিকা মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পরিবারের লোকজনের কোন সমস্যা হলে নাবালিকা মেয়েটিকে হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান ডিসিএম প্রসেনজিৎ দাস।