BRAKING NEWS

বাংলাদেশে পাচারকালে আটক দুটি বাইক

আগরতলা, ২৯ ফেব্রুয়ারি : সীমান্তে পাচারকালে দুইটি বাইক উদ্ধার করে মধুপুর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, সম্ভবত বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই বাইকগুলি চুরি করা হয়েছিল।

ঘটনার বিবরণে জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে মধুপুর থানায় খবর আসে কামলাসাগর বিধানসভার অন্তর্গত কৈয়াঢেপা এলাকা দিয়ে দুইটি বাইক পাচার করা হবে। সেই মোতাবেক পুলিশ ওই এলাকার কিছু স্থানীয় মানুষকে ঘটনাটি জানিয়েছে। স্থানীয় মানুষ গতকাল গভীর রাতে উত পেতে বসে থাকেন।

পরবর্তী সময়ে পাচারকারীরা বাইক নিয়ে ওই এলাকায় আসলে জনতা হাতে নাতে আটক করতে গেলে তাঁরা বাইক রেখে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। সাথে সাথে পুলিশ ওই এলাকায় ছুতে গিয়েছে। সাথে টিআর০১ডাব্লিউ ৬৪৬০ এবং টিআর০১এল৮২৭০ নম্বরের দুইটি বাইক উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, সম্ভবত বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই বাইকগুলি চুরি করা হয়েছিল। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *