হাফলং (অসম), ৩১ জানুয়ারি (হি.স.) : উত্তর-পূর্ব জেলিয়াংরং হেরেক্কা অ্যাসোসিয়েশনের সুবর্ণজয়ন্তী তথা ৪২-তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ৫ ও ৭ ফেব্রুয়ারি ডিমা হাসাও জেলায় আসছেন অসমের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া এবং মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
ডিমা হাসাও জেলার লোদিরামে অনুষ্ঠেয় উত্তর-পূর্ব জেলিয়াংরং হেরেক্কা অ্যাসোসিয়েশনের সুবর্ণজয়ন্তী তথা ৪২-তম সাধারণ অধিবেশনের প্রথম দিন ৫ ফেব্রুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। সম্মানীয় অতিথি হিসেবে থাকবেন বিশ্বহিন্দু পরিষদ (ভিএইচপি)-এর অখিল ভারতীয় সাংগঠনিক সম্পাদক বিনায়ক রাও দেশপাণ্ডে।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ তথা বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোসা। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বহিন্দু পরিষদের উত্তরপূর্ব ক্ষেত্র সাংগঠনিক সম্পাদক ড. দীনেশ তিওয়ারি।
উত্তর-পূর্ব জেলিয়াংরং হেরেক্কা অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী তথা ৪২-তম সাধারণ অধিবেশনের তৃতীয় দিন তথা শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অসমের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তরপূর্ব প্রান্ত ক্ষেত্র প্রচারক উলহাস কুলকর্ণি। তাছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূবন হিলস ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক পি কাবুই, অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রমের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক রমেশ বাবু।
এদিকে তিন দিন ব্যাপী অনুষ্ঠেয় উত্তর-পূর্ব জেলিয়াংরং হেরেক্কা অ্যাসোসিয়েশনের সুবর্ণজয়ন্তী তথা ৪২-তম সাধারণ অধিবেশনের প্রস্ততি জোরগতিতে চলছে হাফলঙের পার্শ্ববর্তী লোদিরামে।