কমলপুর, ৩০ জানুয়ারি: কমলপুর কৃষ্ণচন্দ্র দ্বাদশ বালিকা বিদ্যালয়ে শুরু হল এনএসএস বা জাতীয় সেবা প্রকল্পের সপ্তাহব্যাপী বিশেষ শিবির। মঙ্গলবার এই বিশেষ শিবিরের উদ্বোধন করেছেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলপুরের নগর পিতা প্রশান্ত সিনহা, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, মহকুমা শাসক এল. ডারলং , বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান মনোরমা দেব, ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ দেবরায় প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফল শুক্লবৈদ্য স্কুলের বিস্তারিত তথ্য তুলে ধরেন তার স্বাগত ভাসনে। বিধায়ক মনোজ কান্তি দেব
জাতীয় সেবা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এদিন।একই সঙ্গে এনএসএসের মাধ্যমে পড়ুয়াদের মধ্যে যাতে জাতীয়তাবোধ এবং দেশপ্রেম জাগ্রত হয় সে দিকেও দৃষ্টি দিতে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আহ্বান রাখেন বিধায়ক মনোজ কান্তি দেব।

