BRAKING NEWS

তৃণমূল ছাত্র পরিষদ নবদ্বীপের ছাত্র সংঘর্ষের ঘটনায় মিথ্যাচার করেছে দাবি এবিভিপি-র

কলকাতা, ১৭ জানুয়ারি (হি.স.): নবদ্বীপের ছাত্র সংঘর্ষের ঘটনায় তৃণমূল কংগ্রেস ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য নিশানা করেছেন এবিভিপিকে। তাদের দাবি অখিল ভারতীয় ছাত্র পরিষদ এই ঘটনা ঘটিয়েছে। বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ব্যস্ততম শিয়ালদা চত্বরে তারই পাল্টা সভা করে প্রতিবাদ জানালো এবিভিপি। তারা পাল্টা দাবি করেন তৃণমূলের পক্ষ থেকে মিথ্যাচার করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে কোনোভাবেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র-ছাত্রীরা যুক্ত নয়। এই সভা থেকেই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের কড়া শাস্তির দাবিও তোলেন তারা । পাশাপাশি আগামীদিনে যেকোন কলেজে ছাত্রছাত্রীদের ওপর এই ধরনের আঘাত এলে পথে নেমে প্রতিবাদ জানানো হবে বলেও হুঁশিয়ার দেন এবিভিপি। এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শিল্পা মন্ডল, নীলকন্ঠ ভট্টাচার্য,সানি সিং ও দেবাঞ্জন পাল সহ এবিভিপির অন্যান্য ছাত্রছাত্রীরা।

এই ঘটনায় এদিন সকালে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন, ”তৃণমূল কোথাও বিরোধীদের কিছু করতে দেবেনা। করতে গেলে মারপিট করবে। হয় পুলিশ দিয়ে আটকাবে। নাহলে গায়ের জোরে বন্ধ করবে। আমাদের সংগঠনের ওপর সর্বত্র আক্রমণ চলছে। আর মুখে বলে বেড়াচ্ছে তারা গণতান্ত্রিক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *