BRAKING NEWS

মোদীজি ভারতীয় রাজনীতির সংস্কৃতি বদলে দিয়েছেন, বিরোধীদের কোনও ইস্যু অবশিষ্ট নেই : নাড্ডা


নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় রাজনীতির সংস্কৃতি বদলে দিয়েছেন, তাই বিরোধীরা জানে না কী ইস্যু উত্থাপন করবে। এখন বিরোধীদের কোনও ইস্যু অবশিষ্ট নেই। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। শনিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে নমো নবমতদাতা সম্মেলনে নাড্ডা বলেছেন, আমরা বিশ্বের সর্বকনিষ্ঠ দেশ, এবং তাই আমাদের শক্তিই ভারতকে উন্নত দেশে রূপান্তরিত করার একটি বড় মাধ্যম। আমাদের তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানোর মাধ্যমেই বিকশিত ভারত গড়ার প্রধানমন্ত্রী মোদীর স্বপ্ন সত্যিকার অর্থে বাস্তবায়িত হতে পারে।

নাড্ডা আরও বলেছেন, ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য, এই মানুষজন (বিরোধীরা) দেশকে জাতপাতে বিভক্ত করেছিল, তাই মোদীজি বলেছেন, আমার কাছে কেবল চারটি জাতি – মহিলা, যুবক, কৃষক এবং দরিদ্র। এই চার জাতি গড়ে উঠলে দেশের উন্নয়ন হবে। নাড্ডার কথায়, বর্তমানে আপনারা পরিবর্তনের যুগে বাস করছেন। প্রধানমন্ত্রী মোদী ভারতীয় রাজনীতির সংস্কৃতি বদলে দিয়েছেন, এবং এটি সত্যিই বিরোধীদের বিস্মিত করেছে। এখন বিরোধীরা জানে না কী করতে হবে, কী ইস্যু উত্থাপন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *