BRAKING NEWS

আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশাচ্ছন্ন থাকবে অসম সহ উত্তর-পূৰ্বাঞ্চল, কাঁপবে প্ৰচণ্ড শীতে

গুয়াহাটি, ১১ জানুয়ারি (হি.স.) : আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশাচ্ছন্ন থাকবে অসম সহ উত্তর-পূৰ্বাঞ্চলের সব রাজ্য। কাঁপবে প্ৰচণ্ড শীতে। পূৰ্বাভাসে জানিয়েছে গুয়াহাটির বড়ঝাড়ে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান দফতর।

আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান দফতরের পূর্বাভাস, উত্তর-পূর্বাঞ্চলীয় সব রাজ্য যথাক্রমে অসম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশায় পরিবেষ্টিত থাকবে। সঙ্গে থাকবে প্রচণ্ড ঠাণ্ডা। এই সময়কালে ওই সব রাজ্যের অধিকাংশ এলাকার তাপমাত্রা হ্ৰাস পাবে।

প্রসঙ্গত, গুয়াহাটি সহ অসমের বেশিরভাগ এলাকা গতকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঘেরা। মেঘালয়ের শিলং সহ অন্যান্য প্রান্তও কাঁপছে প্ৰচণ্ড শীতে। এতে ব্যাহত হয়ে পড়েছে জনজীবন।
এদিকে খারাপ আবহাওয়ার জন্য আজ বৃহস্পতিবার গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে দূরপাল্লার বহু ট্রেন বিলম্বে ছেড়েছে। এর মধ্যে দিল্লিগামী ২৪টি ট্রেন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *