BRAKING NEWS

রাম-লক্ষ্মণ-হনুমান সে‌জে পাথারকা‌ন্দির ঘ‌রে ঘ‌রে রামমন্দির প্রতিষ্ঠার নিমন্ত্রণপত্র ও অক্ষয় হলুদ চাল বিতরণ

পাথারকা‌ন্দি (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : সনাতনী‌দের দীর্ঘদি‌নের স্বপ্ন স্বার্থক হ‌ওয়ার প‌থে রামম‌ন্দির। নানা ঘাত প্রতিঘা‌তের পর আগামী ২২ জানুয়া‌রি অযোধ্যায় নবনি‌র্মিত রামম‌ন্দি‌রে রামলালার প্রাণপ্রতিষ্ঠা ম‌হোৎসব অনু‌ষ্ঠিত হ‌বে। এ নি‌য়ে দেশজু‌ড়ে খু‌শির জোয়ার বইছে। চল‌ছে জোরদার প্রস্তু‌তি। মূল উৎস‌বে সবাইকে যোগদান এবং নিজেদের বা‌ড়ি‌তে এদিন পূজার্চনা, সন্ধ্যায় প্ৰদীপ প্ৰজ্বলন সহ অকাল দেওয়ালি পাল‌নের জন্য‌ সকল সনাতনী‌দের আবেদন জানাচ্ছেন বি‌ভিন্ন হিন্দু সংগঠনের কর্মকর্তারা।

এ ব্যাপারে গত কয়েেক দিন ধ‌রে পাথারকা‌ন্দি শহর, বি‌ভিন্ন গ্রাম, চা বাগান এলাকায় রামলালা তীর্থ নারায়ণপুর গ্রাম স‌মিতির উদ্যোগে জীবন্ত রাম, লক্ষ্মণ ও হনুমানের সাজে সজ্জিত হয়ে জয় শ্রীরাম ধ্ব‌নি সহ নগরকীর্তনের ম‌ধ্য দি‌য়ে বা‌ড়ি বা‌ড়ি গিয়ে হলুদ রঙের অক্ষয় (প্ৰসাদি) চাল, নিমন্ত্রণপত্র এবং নবনি‌র্মিত রামমন্দিরের ছ‌বি বিতরণ করা হ‌চ্ছে। এতে গোটা পাথারকান্দি জু‌ড়ে উৎসবমুখর প‌রি‌বেশ বিরাজ কর‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *