নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি:
গোটা রাজ্যব্যাপী চুরি কান্ড দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে এয়ারপোর্ট থানা এলাকায় সম্প্রতি কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি চুরি কান্ড সংঘটিত হয়েছে। এই সকল চুরিকাণ্ডে পুলিশের ভুমিকা নীরব দর্শকের। চুরি কান্ড রুখতে, চোর ধরতে সম্পূর্ণ ব্যর্থ এয়ারপোর্ট থানা পুলিশ। এমনই অভিযোগ স্থানীয়দের।
এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে পুনরায় এক সঙ্গে তিনটি সরকারি কার্য্যালয়ে চোরের থাবায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা এয়ারপোর্ট থানাধীন গান্ধীগ্রামে।
গান্ধীগ্রাম তহশীল কাছারী, মৎস্য আধিকারিকের কার্য্যালয় বামুটিয়া, ওয়াটার পাম্প ডি ডব্লিউ এস -এ এই চুরির ঘটনা ঘটে। যদিও মৎস্য অধিকারিরের কার্যালয় থেকে কিছু চুরি হয়নি বলে খবর মিলেছে। অন্যদিকে তহশীল কাছারী থেকে কয়েকটি কম্পিউটারের ইউ পি এস নিয়ে গেছে চোরের দল।
ওয়াটার পাম্প কার্যালয় থেকে ওয়াটার পিউরিফায়ার এবং মূল্যবান বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল।
এই চুরির কাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মোহনপুর মহকুমার ডিসিএম এবং পুলিশ। পুলিশ চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর নেই।