BRAKING NEWS

ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ,দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ৬৩৬ জন

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি. স.) : দেশ জুড়ে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ । এদিকে নতুন বছরের প্রথম দিনেই চিন্তা ধরাচ্ছে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট জেএন-১। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬৩৬ জন করোনা আক্রান্ত। ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এই মুহূর্তে ৪৩৯৪। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ জনের। স্বাভাবিকভাবেই দেশে করোনার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

দেশের বিভিন্ন রাজ্যে ধারাবাহিক ভাবে বেড়েছে করোনার সংক্রমণ। যার মধ্যে শীর্ষে রয়েছ কেরালা ও কর্নাটক। অন্যদিকে,পাল্লা দিয়ে সংক্রমণ বেড়ছে গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, তামিলনাড়ুতেও। কেরালাতেই প্রথম করোনার উপপ্রজাতি জেএন১-এর হদিশ মিলেছিল।২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রথম জেএন১ আক্রান্ত রোগীর খোঁজ মিলেছিল। ইউরোপের দেশগুলিতেও ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে করোনার এই নতুন উপরূপ। পাশাপাশি,চিনের হাসপাতালগুলিতেও বেড়েছে করোনা রোগীর সংখ্যা।বিশেষজ্ঞরা বলেছেন, আগের মত করোনার এই নতুন রূপ ভয়ঙ্কর হয়ে উঠবে না। তবে চারদিকে যে হারে সংক্রমণ বেড়েছে তাতে বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। কেন্দ্রের তরফে সতর্ক করা হয়েছে সব রাজ্যকে। করোনা পরিস্থিতির দিকে সর্বক্ষণ নজর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *