BRAKING NEWS

শ্রীরামপুরের জুটমিলে বছরের প্রথম দিনে বড় আগুন

হুগলি, ১ জানুয়ারি (হি.স.): বছরের শুরুতে আগুনের গ্রাসে শ্রীরামপুরের ওয়েলিংটন জুটমিল। দাউদাউ করে জ্বলতে থাকে পাট থেকে সুতো তৈরির ইউনিট। ঘটনাস্থলে যায় দমকলের অন্তত ১২টি ইঞ্জিন। তবে জলের অভাবে আগুন নেভাতে সমস্যায় পড়েন দমকল কর্মীরা।

সোমবার বিকেলে হুগলির রিষড়ার ওয়েলিংটন জুটমিলের পাট থেকে সুতো তৈরির ইউনিটের একটি মেশিনে আগুন লেগে যায়। দেখতে পান শ্রমিকরা। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা কারখানা। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ভয়াবহ আকার নেয়। শুরু হয় জোর হইচই।

ওই ইউনিট থেকে বেরনোর জন্য শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এদিকে, চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের এলাকা থেকে বহু মানুষ ছুটে আসেন কারখানায়। খবর যায় দমকলে।

প্রথমে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে একে একে আরও আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। জলের অভাবে আগুন নেভাতে চূড়ান্ত বেগ পান দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডে কারখানার সমস্ত কাঁচামাল পুড়ে ছাই। রাজ্যের প্রাচীনতম পাটকলগুলির মধ্য ওয়েলিংটন অন্যতম। বছরের প্রথম দিনে ওই কারখানায় অগ্নিকাণ্ডে মাথায় হাত শ্রমিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *