BRAKING NEWS

রবি প্রেম নিয়ে রবীন্দ্রজয়ন্তীর মঞ্চ থেকেই নাম না করে শাহকে খোঁচা মমতার

কলকাতা, ৯ মে (হি. স.) : নির্বাচনে জন্য নয়, রবীন্দ্র আদর্শকে জীবনে ব্যবহার করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পরামর্শ দিয়েছিলেন মন্ত্রী-মেয়র ফিরহাদ হাকিম। এরপর ক’ঘন্টা না কাটতেই ধনধান্য অডিটোরিয়ামে রবিজয়ন্তী অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে অমিত শাহকে আক্রমণ আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বললেন, ‘‘আমরা যেন কখনও না ভাবি নির্বাচনের প্রয়োজনে ৫ টাকায় কাউকে কাউকে কিনতে পাওয়া যায়। এমনকী, ভুল করে শান্তিনিকতনে রবীন্দ্রনাথের জন্মস্থান বলা যায়, বিদ্যাসাগরের মূর্তিও ভেঙে ফেলা যায়৷ নির্বাচনের কারণে না জেনে লিখে নিয়ে এসে অনেক বড় বড় কথা বলা যায়৷’’

প্রসঙ্গত, সোমবার রাতেই কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ মঙ্গলবার সকালে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতে যান তিনি৷ তার পর যোগ দেন পেট্রাপোলে বিএসএফের এক অনুষ্ঠানে৷ সেখান থেকে ফিরে আবার তাঁর যোগ দেওয়ার কথা রবীন্দ্রজয়ন্তীর অন্য একটি অনুষ্ঠানে৷

এ দিন সকালেই রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এই শাহী সফর নিয়ে কটাক্ষ করতে দেখা গিয়েছিল কলকাতার মেয়র তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিমের মুখে ৷ তার পর বিকেলে মমতাও সমালোচনা করলেন অমিত শাহের ৷ তবে একবার শাহের নাম মুখে আনেননি তিনি।

ঠিক যেমন সোমবার অমিত শাহ প্রসঙ্গে কথা বললেও তাঁর নাম করেননি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলায় সব সময় তিনি স্বাগত জানান বলে উল্লেখ করেছিলেন মমতা৷ একই সঙ্গে পরামর্শ দিয়েছিলেন যে অমিত শাহের বাংলার বদলে মণিপুরে যাওয়া উচিত৷ কারণ, সেখানকার অশান্ত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা উচিত।

প্রসঙ্গত, মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রীর কটাক্ষের আগেই তাঁর এই সফরকে কটাক্ষ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ তাঁর কথায়, নির্বাচনে জন্য নয়, রবীন্দ্র আদর্শকে জীবনে ব্যবহার করতে হবে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *