ভারতে ১১-হাজার ছুঁইছুঁই সক্রিয় রোগীর সংখ্যা; দৈনিক সংক্ৰমণ ১,৫৭৩, মৃত্যু ৪ জনের

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় একটু কমল, তবে বৃদ্ধি পেয়েছে সক্রিয় রোগীর সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১,৫৭৩ জন, সোমবার সারাদিনে মৃত্যু হয়েছে ৪ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১০,৯৮১-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। মোট কোভিড-আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,৪৭,০৭,৫২৫-তে পৌঁছেছে। ৪ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৮৪১-এ পৌঁছে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৬৫,৭০৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৯ শতাংশ, সোমবার সারাদিনে সুস্থ হয়েছেন ৮৮৮ জন। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১১ হাজার ৩৩৯ জন প্রাপক, মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৬৫,৬৫,৩৬১। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৭ মার্চ সারা দিনে ভারতে ১,২০,৯৫৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *