BRAKING NEWS

ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে উপলক্ষে আগরতলায় সচেতনতা র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ বৃহস্পতিবার ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে উপলক্ষে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সাইন্স এর উদ্যোগে এক  সচেতনতামূলক রেলি অনুষ্ঠিত হয়৷ ’চক্ষু বাঁচান, সমাজ বাঁচান’ আহবানে এবছর ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে  রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ অপটোমেট্রি বিভাগ, টিআইপিএস গত বহু বছর ধরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে৷ এইভাবে বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা, ওয়াক-এ-থন, হেলথ ক্যাম্প, সেমিনার ইত্যাদির আয়োজন করে এই তাৎপর্যপূর্ণ দিনটিকে প্রচার করে৷ এই বছরও অপ্ঢোমেট্রি বিভাগ, টিপস দ্বারা একটি সিরিজ অনুষ্ঠানের আয়োজন করা হয় যাতে জনসাধারণের কাছে পৌঁছানো যায়, যাতে তাদের সঠিক চোখের যত্নের গুরুত্ব প্রচার করা যায়৷২৩ মার্চ সকালে ওএনজিসি আগরতলা থেকে ’অপ্ঢোমেট্রি বিষয়ে সচেতনতা র্যালি আয়োজন করা হয়৷ ওএনজিসি, ত্রিপুরা অ্যাসেটের প্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সচেতনতামূলক রেলির উদ্বোধন করেন৷এর পরে টিআইপিএস ক্যাম্পাসে একটি জাতীয় স্তরের সেমিনারের আয়োজন করা হয় যেখানে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা যেমন ডাঃ পারুল দীপ চাকমা, গ্লুকোমা বিশেষজ্ঞ, এজিএমসি, ডাঃ অভিজিৎ রায়, সহযোগী অধ্যাপক, চক্ষুবিদ্যা বিভাগ, এজিএমসি এবং এলভি প্রসাদ আই-এর প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন৷ ত্রিপুরা অ্যাসেটে অপটোমেট্রি টিপস বিভাগ দ্বারা আগামী সপ্তাহে একটি মেগা স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *