BRAKING NEWS

শিশু সুরক্ষা পর্ষদের  দায়িত্ব নিলেন জয়ন্তী দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷  ত্রিপুরা কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটসের চেয়ারপারসন হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন জয়ন্তী দেববর্মা৷ত্রিপুরা কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটসের চেয়ারপারসন হিসাবে দায়িত্বভার গ্রহণ   করে জয়ন্তী দেববর্মা বলেন শিশু সুরক্ষার ওপর সবচেয়ে গুরুত্ব আরোপ করা হবে৷ তিনি বলেন শিশুরাই আমাদের ভবিষ্যৎ৷ শিশুদের সুন্দরভাবে সুস্থভাবে সুশিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে৷ সরকার শিশু সুরক্ষার জন্য বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে বলে তিনি  জানিয়েছেন৷ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন এটি খুবই দুঃখজনক বিষয়৷ শিশুশ্রম বন্ধ করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আসক্ত করেছেন৷ এ বিষয়ে তিনি অভিভাবকদের সহযোগিতা আহবান করে বলেন প্রতিটি শিশু যাতে শিক্ষাঙ্গনে যেতে পারে সেজন্য অভিভাবকদেরকেও দায়িত্ব গ্রহণ করতে হবে৷  সার্বিক প্রচেষ্টাতেই শিশুশ্রম বন্ধ করা সহ শিশু কল্যাণে কাজ করা সম্ভব বলেও অভিমত ব্যক্ত করেছেন নবনিযুক্ত চেয়ারপারসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *