BRAKING NEWS

এডি নগরে পশ্চিম জেলা ভিত্তিক সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ সোমবার আগরতলা পুর নিগমের অরুন্ধতী নগর স্থিত ৩৯ নম্বর ওয়ার্ড অফিসে সুস্থ শৈশব সুস্থকৈশোর অভিযান ৪,০   পশ্চিম জেলা ভিত্তিক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে৷  রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর অভিযান সংগঠিত করার যে পরিকল্পনা গ্রহণ করেছে তাকে সার্বিকভাবে সফল করার লক্ষ্যে রাজ্যেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ রাজ্য স্বাস্থ্য দপ্তর গোটা রাজ্যে এই কর্মসূচিকে সঠিকভাবে রূপায়ণের জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে৷ প্রতিটি জেলায় জেলা ভিত্তিক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় সোমবার৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজধানী আগরতলা শহরের অরুন্ধতীনগর স্থিত ৩৯ নম্বর ওয়ার্ড অফিসে  পশ্চিম জেলা ভিত্তিক সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়৷ সোমবার জেলা ভিত্তিক  এই অনুষ্ঠানে ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডের কপর্োরেটর অলক রায় ও পৌরনিগমের মেয়র দীপক মজুমদার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ দাস সহ অন্যান্যরা৷ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এই কর্মসূচিকে সঠিকভাবে রূপায়ণের জন্য সকলের প্রতি আহ্বান জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *