BRAKING NEWS

 অবস্থান জানতে হাতির শরীরে লাগানো হল জিপিএস রেগুলেটর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ বন্য হাতির উপদ্রবে এলাকায় দাঁতাল হাতির শরীরে জিপিএস রেগুলেটর লাগানোর কাজ শুরু করল খোয়াই জেলা বনদপ্তর৷   খোয়াই জেলা বন আধিকারিক   অক্সয় ভোরদে জানান,, বন্য হাতির দল সময়ে অসময়ে কৃষ্ণপুর, মধ্যকৃষ্ণপুর , উত্তর কৃষ্ণপুর, জুমবাড়ি, বালু ছড়া সহ বিস্তীর্ণ কৃষি প্রধান এলাকা গুলিতে নির্বিচারে তান্ডব লীলা চালায়৷ এবার খোয়াই জেলা বন আধিকারিকের নেতৃত্বে হাতি বিশেষজ্ঞ এক প্রতিনিধি দল হাতি প্রবণ এলাকাগুলি সরোজমিনে পরিদর্শন করেন৷ এই হাতি প্রবন এলাকা গুলি পরিদর্শন করার পর বিশেষজ্ঞ প্রতিনিধি দলটি মুঙ্গিয়াকামি হাতি ক্যাম্পটি পরিদর্শন করেন৷ এরমধ্যে একটি বন্য দাতাল হাতির শরীরে জিপিএস রেগুলেটর লাগানো হয়৷ সেই বন্য দাতাল হাতির শরীরে জিপিএস রেগুলেটর দ্বিতীয়টি লাগানো হবে আগামী এপ্রিল মাসে৷  বন্য দাতাল হাতির তাণ্ডব কিভাবে প্রতিরোধ করা যায়, এছাড়াও বন্য দাঁতাল হাতির শরীরে জিপিএস রেগুলেটর লাগানোর উদ্দেশ্যটা হল দাঁতাল হাতির লোকেশন জানার জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *