BRAKING NEWS

বারুণী স্নান ঘিরে উদ্দীপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷  আজ রাজ্যেও চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পূন্যার্থীরা ধর্মীয় রীতিনীতি মেনে বারুণী স্নান করেছেন৷ রাজ্যের সর্বত্রই এই চিত্র পরিলক্ষিত হয়েছে৷  চৈত্রমাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত৷ এই তিথিতে স্নান করলে বহুশত সূর্যগ্রহনের জন্য গঙ্গাস্নানের যে ফল সেই ফল লাভ করা যায়৷ হিমালয় কন্যা গঙ্গার অপরনাম বারুণী৷ বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরুপ৷বাঙলা সনের প্রতি চৈত্র মাসের শতভিষা নক্ষত্রযুক্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নান অনুষ্ঠিত হয়৷ শাস্ত্র মতে এই স্নানটি বস্তুত্ব হিন্দু ধর্মীয় একটি পূন্য স্নান উৎসব৷জীব জগতের পঙ্কের মধ্যে পথ চলতে গিয়ে পাপাচারে পূর্ণক্লেদাক্ত মুনস্যকুল  এই পূণ্য স্নানের মধ্যমে পাপ মুক্ত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *