BRAKING NEWS

পার্থর বিধায়ক পদ খারিজে সিপিএমের দাবিকে খারিজ করলেন মেয়র

কলকাতা, ১৮ মার্চ (হি স)। দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং দীর্ঘকাল ধরে বন্দী পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে সিপিএমের আন্দোলনকে সস্তার রাজনীতি আখ্যা দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

মেয়র শনিবার বলেন, ‘‘এটা ঠিক হচ্ছে না। আসল কাজ তো করে আমাদের কাউন্সিলররা। সবাই সক্রিয় কাউন্সিলর। বেহালা পশ্চিমে আমাদের ভাল কাউন্সিলররা রয়েছেন। তাঁরাই মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কাজ করবেন। এ সব করে সস্তার রাজনীতি করা হচ্ছে। বিধায়ক তো শুধুমাত্র নীতি নির্ধারণের ক্ষেত্রে কাজ করেন।’’
সিপিএমকে আক্রমণ করে ফিরহাদ বলেন, ‘‘আমাদের কাউন্সিলররা মানুষের কাছে গিয়ে কাজ করেন। সিপিএমের মতো লোকাল কমিটির নেতা কি বলল, তার ভিত্তিতে কাজ করেন না। তাই কাউন্সিলররাই মানুষকে পরিষেবা দেবে।’’

প্রসঙ্গত, এদিন পার্থবাবুর অপসারনের দাবিতে বিলি করা লিফলেটে লেখা হয়েছে, “চোর তাড়াও বেহালা বাঁচাও। চাকরি চোর ঘুষখোর, হাজতবাসী, অপদার্থ বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণ চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *