BRAKING NEWS

সরকারের গঠনমূলক কাজকে সমর্থনের আশ্বাস বামবিধায়কদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷  জনকল্যাণে দেশের কল্যাণে এবং রাজ্যের কল্যাণে সিপিআইএম বিধায়করা কাজ করতে অঙ্গীকারবদ্ধ বলে জানালেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী৷ বৃহস্পতিবার বিধানসভা ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি৷ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বামফ্রন্ট বিধায়ক দলের পক্ষ থেকে রাজ্যের নির্বাচক মন্ডলীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী৷ এদিন বামফ্রন্টের ১১ জন বিধায়ক একসাথে বিধানসভা ভবনে শপথ গ্রহণ করেন৷ শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক যে কেন্দ্র চৌধুরী বলেন সংবিধানের নামে শপথ গ্রহণ করে বিধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি আমরা৷ আমাদের কাজ হবে আগামী পাঁচ বছর সংবিধানের নামে আমরা যে শপথ গ্রহণ করেছি সেই শপথ পালন করা৷ এদিন তিনি আরো বলেন,,সংবিধান জনগণকে যে অধিকার দিয়েছে ,যে বাক স্বাধীনতা দিয়েছে, প্রতিবাদ করার অধিকার দিয়েছে ,অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকার দিয়েছে তা রক্ষা করার জন্য বিধায়ক হিসেবে আমরা দায়িত্ব পালন করব৷ তিনি বলেন আমরা ১১ জন সদস্য হলেও রাজ্যের ৪০ লক্ষ মানুষের প্রতিনিধি হয়ে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ৷ সরকারের যেকোনো ভালো কাজকে সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেন তিনি৷ তিনি বলেন রাজনৈতিক দিক থেকে মতভেদ থাকলেও দেশের স্বার্থে ,জনগণের স্বার্থে ,ভালো কাজকে সমর্থন করা এবং সহযোগিতা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য৷ সরকারকে গঠনমূলকভাবে সব ধরনের সহযোগিতা করা হবে৷ প্রসঙ্গক্রমে জিতেন্দ্র চৌধুরী বলেন জনগণের স্বার্থ বিরোধী জনগণের অধিকার হরণের চেষ্টা হলে এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কোন চেষ্টা ফলে আমরা প্রতিবাদে সোচ্চার হব৷ রাজ্যের উন্নয়ন ব্যাহত হওয়ার কোন ঝেঁক দেখা দিলে গণতান্ত্রিকভাবে বিধানসভার ভিতরে এবং বিধানসভার বাইরে আওয়াজ তুলবো৷  সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বলেন প্রথমত আমরা চাইবো শাসকদল নির্বাচনের আগে জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেই সব প্রতিশ্রুতি  পালন করুক৷  আসন্ন বাজেট অধিবেশনে বাজেতে তা লিখিতভাবে উপস্থিত করা হোক৷ প্রতিশ্রুতি গুলি কার্যকর করার  জন্য সরকার আন্তরিকভাবে পদক্ষেপ গ্রহণ করুক৷  ন্যায়ের পক্ষে জনগণের হিতের পক্ষে শাসক দল কথা বললে আমরা পাশে দাঁড়াবো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *