BRAKING NEWS

ভাল্লুকিয়া লুঙ্গায় এক যুবক নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ জিবি ভাল্লুকিয়া লুঙ্গা এলাকার বাসিন্দা প্রীতম যাদব নামে ২৩ বছরের এক যুবককে বুধবার  থেকে নিখোঁজ৷  বহু খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে জিবি ফাঁড়িতে নিখোঁজ ডায়েরী করে পরিবারের সদস্যরা৷ পিতা স্বপন যাদব জানান প্রীতম সারাক্ষন বাড়িতেই থাকত৷ তেমন কোন কাজ করত না৷ মাঝে একটি কাজে যুক্ত হলেও গত তিন মাস সেখানে যায় না৷ এই নিয়ে মা সুমা যাদব ছেলেকে কিছু কথা শোনান৷ এরপর থেকে প্রীতম একটু চুপচাপ হয়ে যায়৷ বিকালের দিকে বাড়ি থেকে বেড়িয়ে যায় সে৷ আর খোঁজ মেলেনি তার৷ নিখোঁজ যুবকের পিতা স্বপন যাদব ছেলেকে ফিরে পেতে প্রশাসনের কাছে আর্জি জানান৷ এদিকে ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় ভেঙ্গে পড়েছে মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *