বিএমএস গন্ডাছড়া কমিটির উদ্যোগে মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে রেলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷  ভারতীয় মজদুর সংঘ গন্ডাছড়া মহকুমা কমিটির পক্ষ থেকে  দ্বিতীয় বারের জন্য গঠিত সরকারের  মন্ত্রী পরিষদকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে রবিবার এক অভিনন্দন রেলি সংগঠিত করে৷  
রেলিটি সরমা পঞ্চায়েত মাঠ থেকে শুরু হয়ে গন্ডাছড়া শহর এলাকার বিভিন্ন অলিগলি পথ পরিক্রমা করে৷ শেষে অটো স্ট্যান্ডে বিএমএস কার্যালয়ের সামনে এসে শেষ হয়৷  উপস্থিত ছিলেন গন্ডাছড়া কর্মচারী সংঘের নেতৃত্ব সুভাষ চাকমা, রতন মনি চাকমা, সত্য দাস, কুলেন্দ্র রিয়াং,পান্ডব চাকমা, রতন পাল, স্বপন দাস কৌশিক রায়৷ নেতৃত্ব সুভাষ চাকমা ভারতীয় মজদুর সংঘ গন্ডাছড়া মহকুমা পক্ষ থেকে দ্বিতীয় বার বিজেপি সরকার প্রতিষ্ঠার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানান৷  তিনি আরো জানান ভারতীয় মজদুর সংঘ যেহেতু  রাষ্ট্রবাদী সরকারকে সমর্থন করে তাই রাষ্ট্রবাদী সরকারের উন্নয়নমূলক কর্মসূচিতে শামিল হবেন তারা৷ সরকারের উন্নয়নমূলক  কর্মসূচিকে সাফল্যমন্ডিত করার ক্ষেত্রে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন৷