রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷  রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় নিজ বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করেন৷ রবিবার উদয়পুর বিধানসভা কেন্দ্রের ৫১ নং বুথ সহ বিভিন্ন বুথে গিয়ে সাধারন মানুষের সাথে মত বিনিময় সভা করেন এলাকার বিধায়ক৷সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের মধ্যদিয়ে পুনঃরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠা হয়েছে৷ তারপর রাজ্য জুড়ে বিজয় উৎসবে মেতে উঠে বিজেপি দলের কর্মী সমর্থকরা৷ তার থেকে বাদ যায়নি রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রও৷ রবিবার উদয়পুর বিধানসভা কেন্দ্রের ৫১ নং বুথ সহ বিভিন্ন বুথে গিয়ে সাধারন মানুষের সাথে মত বিনিময় সভা করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়৷ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ছাড়াও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন রাধা কিশোরপুর মন্ডলের সভাপতি প্রবীর দাশ, এলাকার প্রধান মানিক চক্রবর্তী সহ অন্যান্যরা৷ মত বিনিময় সভাত মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন গত পাঁচ বছরে সারা রাজ্যের সঙ্গে মন্দির নগরী উদয়পুর সহ রাধা কিশোর পুর বিধানসভা এলাকায় বিভিন্ন উন্নয় হয়েছে৷ রাস্তা ঘাট, পানীয় জল, বিদুৎ,জল নিস্কাশনের জন্য ড্রেইন তৈরি করা সহ বহু কাজ হয়েছে৷ আরও কিছু কাজ বাকি রয়েছে৷ বাকি কাজ গুলিও আগামি কিছু দিনের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়৷