BRAKING NEWS

মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়াকে সংবর্ধনা দিল আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ সদ্য সমাপ্ত হয়েছে ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ভোট৷ এই নির্বাচনে ৬ আসনে প্রার্থী দিয়েছিল জোট শরিক আই পি এফ টি৷ কিন্তু একটি আসন ছাড়া আর কোন আসনেই সাফল্য অর্জন করতে পারেনি তারা৷ এরই পরিপ্রেক্ষিতে রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় নির্বাচনের ফলাফলের উপর আই পি এফ টি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পর্যালোচনা৷
গুরুত্বপূর্ণ ভোট পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন আইপিফটি দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারন সম্পাদক প্রশান্ত দেববর্মা ও রাজ্য মন্ত্রিসভার সদস্য মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যানরা৷ একই সাথে এই বৈঠকে থেকে মন্ত্রী শুক্লাচারণ নোয়াতিয়াকেও সংবর্ধিত করা হয়৷ মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া জানান ২০১৮ সালের নির্বাচনেও বিজেপি-র জোট শরিক ছিল আই পি এফ টি৷ যা ২০২৩ নির্বাচনেও অব্যাহত রয়েছে৷ তবে ৬ আসনে প্রার্থী দেওয়া হয়েছিল৷ কিন্তু ৩৮ জোলাইবারি কেন্দ্রেই আই পি এফ টি জয়ী হয়েছে৷ বিজেপি ও আই পি এফ টি-র প্রতি বিশ্বাস রেখে রাজ্যের মানুষ দ্বিতীয় বারের জন্য সরকার গঠনের সুযোগ দিয়েছে৷ তারজন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান তিনি৷ আগামী পাঁচ বছর মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করবে সরকার৷ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে এই কাজ চলবে বলে জানান তিনি৷ নির্বাচনের পর বিভাগীয় এবং রাজ্য কমিটিকে নিয়ে আলোচনায় বসার সুযোগ হয়নি৷ তাই পর্যালোচনা করার জন্য এই বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানান মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া৷ আগামী দিনে দলকে শক্তিশালী করার জন্য নিতি নির্ধারণ করার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচী স্থির করা হবে বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *