BRAKING NEWS

অ্যাডিনো ভাইরাসের মুশকিল আসানে নবান্নের ৮ সদস্যের কমিটি

কলকাতা, ১১ মার্চ (হি. স.) : মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় ৮ সদস্যের টাস্ক ফোর্স গঠন রাজ্যের। এর নেতৃত্বে আছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায়।

শনিবার থেকেই প্রতিদিন সন্ধ্যে রাজ্যে অ্যাডিনো ভাইরাস সহ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এর সংক্রমণ নিয়ে বৈঠকে বসবে এই টাস্ক ফোর্সের সদস্যরা। পাশাপাশি অ্যাডিনো ভাইরাসে রাজ্যে মৃত্যু হয়েছে ১৯ শিশুর। নবান্নে জানালেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

রাজ্যের মুখ্যসচিব সংবাদিকদের বলেন, এখনও পর্যন্ত রাজ্যে অ্যাডেনোভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১১ হাজার জন।

মৃত ১৯ জনের মধ্যে ১৩ জন ছিল কো-মোর্বিডিটি রোগী। তিনি আরও বলেন, এই ভাইরাসে আক্রান্তের হার আগের তুলনায় কিছুটা কমেছে। আগে যেখানে প্রতিদিন ৮০০ থেকে ৮৫০ আক্রান্তের খবর মিলত, এখন সেটা এসে দাঁড়িয়েছে ৫০০ থেকে ৬০০তে। যা ইতিবাচক দিক বলে মনে করা হচ্ছে প্রশাসনের তরফে।

পাশাপাশি, রাজ্য সরকারের তরফে এই ভাইরাস মোকাবিলায় বেশকিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে ও হাসপাতালে অ্যাডেনোভাইরাস নিয়ে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে।

* পরিস্থিতির ওপর ২৪ ঘণ্টা নজর রাখতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। করোনার সময়ও এই একই ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার।

* পর্যাপ্ত অক্সিজেন ও অক্সিজেন সরবরাহের সরঞ্জাম রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।

* প্রত্যেক স্বাস্থ্য কেন্দ্রে ও হাসপাতালে শিশুদের জন্য বিশেষ ইউনিট খোলার কথা বলা হয়েছে। এবং সেখানে যেকোনও চিকিৎসার সবরকম প্রয়োজনীয় সরঞ্জাম থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে।

* যে কোনও প্রয়োজনে সরকারের সঙ্গে যোগাযোগ করার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছে।

* ব্লক হাসপাতাল থেকে জেলা স্তরের হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য সর্বোচ্চ মানের চিকিৎসার সরঞ্জাম রাখতে হবে।

* কমিউনিটি স্তরে পরিস্থিতির ওপর নজর রাখতে হবে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

* শিশু বিভাগের কর্মীদের সব ছুটি বাতিল করার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *