শিলিগুড়ি, ১০ মার্চ (হি.স.) : বকেয়া ডিএ-র দাবিতে শুক্রবার রাজ্যজুড়ে চলছে ধর্মঘট। আর এই ধর্মঘট ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি মহিলা কলেজ চত্বরে। এদিন বহিরাগতদের সঙ্গে ধর্মঘট সমর্থনকারীদের হাতাহাতিতে উত্তেজনা শিলিগুড়ি মহিলা কলেজে ।
এদিন কলেজ চত্বরে অবস্থান শুরু করেন ধর্মঘট সমর্থনকারীরা। সেই সময় টিএমসিপি-র সদস্য সহ বহিরাগত কয়েকজন এসে তাঁদের বাধা দেন। এর জেরে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তা গড়ায় হাতাহাতিতে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।