BRAKING NEWS

বিধানসভার নবনির্বাচিত সদস্যদের নিয়ে বৈঠক সিপিএম রাজ্য কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার সিপিআইএমের রাজ্য সদর কার্যালয়ে মেলার মাঠে দলীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং নির্বাচিত সদস্যদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে নির্বাচন পরবর্তী সন্ত্রাসজনক কার্যকলাপ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়৷ কোথায় কোথায় দলীয় নেতা কর্মী সমর্থকদের বাড়িঘর আক্রমণ এবং কতজন জখম হয়েছেন সে বিষয়েও বিস্তারিত তথ্য সংগৃহীত হয়৷ বৈঠকে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হয়৷ এছাড়া
বৃহস্পতিবার সিপিএম রাজ্য দপ্তরে সিপিআইএমের নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা প্রদান করা হয়৷ তাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর এবং সিপিএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী৷  এছাড়াও ২৩শে-র  নির্বাচনে গননার পর রাজ্য জুড়ে চলা সন্ত্রাসের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে৷ এই বৈঠকে ছিলেন সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার৷ আগামী দিনে বিধায়কদের নিয়ে কিভাবে সাংগঠনিক কাজ করা হবে এবিষয়ে আলোচনা করা হয়৷ নবনির্বাচিত বিধায়করা কিভাবে বিধানসভায় কাজ করবেন সেসব বিষয় নিয়েও এদিন আলোচনা হয়েছে৷ রাজ্যে সন্ত্রাসী কার্যকলাপ অবিলম্বে বন্ধ করে শান্তি সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনার জন্য বৈঠক থেকে রাজ্য সরকার এবং শাসকদলের প্রতি আহ্বান জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *