BRAKING NEWS

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে দেশবাসীকে অভিনন্দন রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ৭ মার্চ (হি. স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে দেশবাসীকে বিশেষ করে মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি নিজের শুভেচ্ছা বার্তায় বলেন, “আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি সকল দেশবাসীকে, বিশেষ করে নারীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।”

তিনি বলেন, আজ নারীরা সকল ক্ষেত্রে অগ্রণী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি অভূতপূর্ব রেকর্ড স্থাপন করছেন যা কয়েক বছর আগে কল্পনাও করা যেত না। আজকের নারীরা জাগ্রত এবং তারা অনেক ক্ষেত্রে দায়িত্ব নিয়ে নেতৃত্বও নিচ্ছে। সুখী পরিবার, আদর্শ সমাজ ও সমৃদ্ধ জাতি গড়ে ওঠে নারীর চিন্তা ও জীবন মূল্যবোধে।

রাষ্ট্রপতি বলেন, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের জন্য এখনও প্রচেষ্টা প্রয়োজন। মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে আমাদের কন্যাদের ক্ষমতায়ন করা আমাদের অঙ্গীকার যাতে তারা তাদের প্রকৃত সম্ভাবনা অর্জন করতে পারে। আমাদের মেয়েরা শুধু আমাদের বাড়ির গর্ব নয়, সারা দেশের গর্ব।

তিনি বলেন, আমি আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের সাফল্য এবং দেশের নারীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *