গ্যাংটক, ৬ মার্চ (হি.স.): চলতি বছরের ১৫ আগস্টের আগেই ৫জি পরিষেবা পাবে সিকিম। জানালেন কেন্দ্রীয় রেলপথ, যোগাযোগ ও ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশাল প্রতিশ্রুতি, মানসিক সংযোগ এবং ভারতের উত্তর-পূর্বের জন্য প্রকৃত আবেগ বিভিন্ন উপায়ে প্রতিফলিত হচ্ছে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী প্রায় ৫০ বার উত্তর-পূর্ব সফর করেছেন এবং এই অঞ্চলে ব্যক্তিগতভাবে প্রকল্পগুলি তদারকি করার জন্য সর্বদা তাঁর মন্ত্রীদের উপর জোর দেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে রাজনীতি হচ্ছে সেবার মাধ্যম, শাসনের মাধ্যম নয়। মন্ত্রী বৈষ্ণব সোমবার গ্যাংটকের সম্মান ভবনে “গো গ্রীন, গো অর্গানিক”-এর একটি পোস্টাল বিশেষ কভার চালু করার সময় বক্তব্য রাখছিলেন। তিনি ২০১৪ সালের আগে ২০০০ কোটি টাকা থেকে উত্তর-পূর্বে রেলের জন্য বার্ষিক বাজেট বরাদ্দ ২০২৩-২৪-এর বাজেটে ১০ হাজার কোটি টাকায় ক্রমশ বৃদ্ধির কথা তুলে ধরেন। তিনি বলেন, এটি সমগ্র অঞ্চলে প্রকল্পের উন্নয়নে গতি এবং মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করেছে। তিনি আশ্বাস দিয়েছেন, ২০২৩ সালের ১৫ আগস্টের আগে সিকিমে ৫জি পরিষেবা পাওয়া যাবে।