BRAKING NEWS

একদিনের সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে জয়ী বাংলাদেশ

চট্টগ্রাম, ৬ মার্চ (হি.স.) : ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়া থেকে বাঁচল বাংলাদেশের। সোমবার একদিনের সিরিজের শেষ ম্যাচে ইংলিশ ক্রিকেটারদের নাকানিচোবানি খাইয়ে ৫১ রানে জিতে টি টুয়েন্টি সিরিজের আগে আত্মবিশ্বাস ফিরে পেল তামিম ইকবাল-সাকিব আল হাসানরা । এদিন বাংলাদেশের দেওয়া ২৪৭ রানে লক্ষ্য তাড়া করতে নেমে ২৪৬ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন সিরিজের শেষ তথা নিয়মরক্ষার ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। যদিও শুরুটা খুব ভালো হয়নি টাইগারদের। শূন্য রানে ফেরেন ওপেনার লিটন দাস। ১১ রান করে সাজঘরে ফেরেন টাইগার অধিনায়ক। তবে নাজমুল হোসেন শান্ত (৫৩), মুশফিকুর রহিম (৭০) আর সাকিব আল হাসানের (৭৫) দুরন্ত অর্ধশতরানের সুবাদে লড়াইয়ের মতো রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ। যদিও পুরো ওভার খেলতে পারেনি। ৪৮.৫ ওভারেই ২৪৬ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।

জয়ের জন্য ২৪৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে ইংল্যান্ডের ওপেনিং জুটি ঝড় বইয়ে দেয়। দলকে ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। ফিল সল্টকে সাজঘরে ফিরিয়ে দেন। ডিভেড মালানকে (০) ফেরান এবাদত হোসেন। আগের ম্যাচে শতরান করা জেসন রয়কেও ফিরিয়ে দেন সাকিব। চতুর্থ উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন স্যাম কারান আর জেমস ভিন্স। মেহেদি হাসান মিরাজকে তুলে মারতে গিয়ে লংঅফ বাউন্ডারিতে লিটন দাসের হাতে ক্যাচ দেন কারান (২৩)। এর পরে জেমস ভিন্সকে (৩৮) ফেরান সাকিব। ক্রিজে থিতু হওয়ার আগেই মঈন আলিকে (২) বোল্ড করেন এবাদাত হোসেন। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে ফিরিয়ে প্রতিপক্ষের মেরুদণ্ড গুঁড়িয়ে দেন তাইজুল ইসলাম। ১৫৮ রানে ৭ উইকেট হারানো ইংলিশরা আর ম্যাচে ফিরতে পারেননি। ৪৩.১ ওভারে ১৯৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ব্যাট হাতে ৭৫ রান করার পাশাপাশি বল হাতে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন সাকিব আল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *