BRAKING NEWS

নারী দিবস ঘিরে বিলোনিয়ায় র‍্যালি

শান্তিরবাজার, ৫ মার্চ (হি. স.) : আগামী ৮ মার্চ বৃহস্পতিবার বিশ্ব নারী দিবস, এই দিবসটির উদযাপন উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে বিলোনিয়া মহকুমা হাসপাতাল থেকে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীও স্বাস্থ্য দফতফতরের কর্মী ডাক্তার, নার্স সমেত সবাই এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালিতে অংশ নে। রেলিকে কেন্দ্র কোরে বিশ্ব নারী দিবসে

দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুব্রত দাস বলেন আন্তর্জাতিক নারী দিবস পালনের মধ্য দিয়ে নারীত্বের উৎসব পালিত হয়। জাতি, ধর্ম, বর্ণ প্রত্যেকে তাঁদের ভাষা, সংস্কৃতি ও অর্থনৈতিক ভেদাভেদ ভুলে মহিলাদের কৃতিত্বকে স্বীকৃতি জানানোর জন্য এই দিনটি পালিত হয়। এই দিনে নারীদের অধিকার ও লিঙ্গ সমতা সম্পর্কে সচেতন করে তোলা হয়। পাশাপাশি মহিলাদের সমান অধিকারের লড়াই জোরদার করাও এই দিনটি পালনের অন্যতম উদ্দেশ্য। পারিবারিক বা ব্যক্তিগত কিংবা পেশাদার জীবনে মহিলাদের নানান সমস্যার মোকাবিলা করতে হয়। এই দিন পালনের মধ্য দিয়ে এই বিষয়টিকেও সকলের সামনে তুলে ধরে সচেতনতা প্রসারের চেষ্টা চালানো হয়ে থাকে। আজকের এই বর্ণাঢ্য সাইকেল র‍্যালিতে আশা কর্মীরাও অংশগ্রহণ করেন। পাশাপাশি র‍্যালির মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য সম্বন্ধীয় সচেতনতা ও প্রদান করা হয়। বিশ্ব নারী দিবস উদযাপন উপলক্ষে দক্ষিণ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির এই উদ্যোগ পথ চলতি মানুষ থেকে শুরু কোরে সবার মধ্যে উৎসাহের সঞ্চার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *