BRAKING NEWS

নরসিংগড়ের পুলিশ একাডেমী মাঠে স্ফুলিঙ্গ-ফ্রেন্ডসের ভাইটাল ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ।। টগবগ করে ফুটছে ফ্রেন্ডসের ক্রিকেটাররা। কতক্ষণে মাঠে নামবে আর সেই গত ম্যাচে হারের মোক্ষম জবাবটা দেবে। অপরদিকে স্ফুলিঙ্গও যেন ফুটন্ত কিছু। টানা জয়ের লক্ষ্যে তারাও সেরাটা মাঠে উজার করে দিতে বদ্ধপরিকর। শক্তিশালী দুই দল স্ফুলিঙ্গ ও ইউনাইটেড ফ্রেন্ডস আগামীকাল পরস্পরের মুখোমুখি হচ্ছে। নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ম্যাচ। শীর্ষ স্থানাধিকারী স্ফুলিঙ্গ লড়বে দ্বিতীয় শীর্ষে থাকা ইউনাইটেড ফ্রেন্ডস-এর বিরুদ্ধে। প্রথম লীগের শেষ দিনের খেলায় স্ফুলিঙ্গ ক্লাব ৭৩ রানের ব্যবধানে ইউনাইটেড ফ্রেন্ডসকে পরাজিত করেছিল। টস জিতে ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। আমন্ত্রণস্বরূপ ব্যাট হাতে স্ফুলিঙ্গ নির্ধারিত ৫০ ওভার ফুরিয়ে যাওয়ার দুই বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করেছিল। বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টে। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। বুধবার সকালে স্ফুলিঙ্গের পক্ষে বিক্রম কুমার দাসের ৫৩ রান, শ্রীদাম পালের ৫১ রান এবং বিক্রম দেবনাথের ৪৪ রান উল্লেখযোগ্য। এছাড়া আনন্দ ভৌমিকের ৩৪ রান এবং অভিজিৎ সরকারের ২৮ রানও উল্লেখ করার মতো। ইউনাইটেড ফ্রেন্ডস এর বোলার রজত দে দুর্দান্ত বোলিংয়ের পরিচয় দিয়ে ৩২ রানে পাঁচটি উইকেট দখলে নিয়েছিল। এছাড়া, প্রিয়াংশু গৌতম ও দীপক ক্ষৈত্রী দুটি করে এবং শুভম ঘোষ একটি উইকেট পেয়েছিল। পাল্টা ব্যাট করতে নেমে ইউনাইটেড ফ্রেন্ডসের ইনিংস ১৭৮ রানে শেষ হয়। দলের পক্ষে উদিয়ান বোস ৪৩, রজত দে-র ৩৮ এবং ওপেনার বিশাল ঘোষের ৩৩ রান উল্লেখ করার মতো। স্ফুলিঙ্গের অভিজিৎ সরকার ও জয়দীপ ভট্টাচার্য দুটি করে উইকেট পেয়েছিল। এছাড়া, মনিশঙ্কর মুড়া সিং ও চিরঞ্জিত পাল পায় একটি করে উইকেট। স্ফুলিঙ্গের অভিজিৎ সরকার পেয়েছিল প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *