ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ।। ফিরতি লিগের প্রথম দিনে তিনটি ম্যাচ আগামীকাল। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে যাচ্ছে দুই শক্তিশালী দল ইউনাটেড ফ্রেন্ডস এবং স্ফুলিঙ্গ ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লীগ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে হবে গুরুত্বপূর্ণ ওই ম্যাচটি। ভিনরাজ্যের খেলোয়াড় থেকে স্থানীয় ক্রিকেটাররা যে কোনও অংশে পিছিয়ে নেই এর প্রমান প্রথম লিগ দিয়ে দিয়েছে স্ফুলিঙ্গ ক্লাব। প্রথম লিগে অপরাজিত থেকে। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেতে পারলেই খেতাব দৌড়ে এনেকটাই এগিয়ে যাবেন শ্রীদাম পাল-রা। আর ইউনাটেড ফ্রেন্ডস জয় পেলে লিগ জমে যাবে। দুদলই শনিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। প্রথম লিগে বিশাল ঘোষের বিতর্কিত আউট ম্যাচের চাকা ঘুরিয়ে দেয় স্ফুলিঙ্গের দিকে। আগামীকাল সব বিতর্কের জবাব দিতে চাইছেন উদীয়ন বসু-রা। ২২ গজে দাপটের সঙ্গে খেলে জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছতে চাইছেন রজত দে-রা। ফলে লড়াই হবে জমজমাট বলা বাহুল্য। তবে স্নায়ুর লড়াইয়ে যে দলই মাথা ঠিক রাখতে পারবে শেষ হাঁশি হেসে মাঠ ছাড়তে পারবেন। এদিকে মেলাঘরের শহীদ কাজল ময়দানে কসমোপলিটন ক্লাব খেলবে শতদল সঙ্ঘের বিরুদ্ধে এবং এম বি বি স্টেডিয়ামে সংহতি খেলবে জে সি সি-র বিরুদ্ধে। বাকি ৩ দল থেকে বিশ্বজিৎ পালের দল জে সি সি কিছুটা এগিয়ে রয়েছে। ফলে দ্বিতীয় লিগের শুরুতেই জয় চাইছেন নিরুপম সেন চৌধুরি-রা। ৬ দলই রবিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আগামীকাল ফেভারিট হিসাবেই মাঠে নামবে ইউনাটেড ফ্রেন্ডস, জে সি সি এবং শতদল সঙ্ঘ। ভাল দল গড়েও মরশুমের প্রথম আসরের প্রথম লিগে তেমন কিছু করে দেখাতে পারেননি শ্যামল দাসের ছেলেরা। ফলে ঘুরে দাঁড়াতে ওই দলের ক্রিকেটাররা ফিরতি লীগকেই বেছে নিয়েছে।
2023-03-04