BRAKING NEWS

করিমগঞ্জের নীলমণি রোডে একই রাতে দু-দুটি বাড়িতে নিশিকুটুম্বের হানা

করিমগঞ্জ (অসম), ৩ মার্চ (হি.স.) : করিমগঞ্জ শহরে একের পর এক চুরিকাণ্ডের ঘটনায় সদর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাতের অন্ধকারে প্রায়ই শহরে হানা দিচ্ছে নিশিকুটুম্ব বাহিনী। যার ফলে করিমগঞ্জ শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।

বাড়ি, দোকান, এমন-কি মন্দিরে নিশিকুটুম্বদের হানা থেকে কিছুই বাদ যাচ্ছে না। পুলিশের নজরদারি থাকা সত্ত্বেও নিশিকুটুম্বের দৌরাত্ম্যে স্বাভাবিকভাবে পুলিশের নজরদারি ব্যবস্থা নিয়ে জনমানসে প্রশ্ন উঠছে।

গত কয়েকদিন ধরে করিমগঞ্জ শহরে একের পর এক চুরির ঘটনা ঘটে যাচ্ছে। শহরের প্রাণকেন্দ্রে এভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে একের পর এক চুরির ঘটনাকে কেন্দ্র করে গোটা শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে শহরের নীলমণি রোডে দুটি বাড়িতে হানা দিয়েছে চোরের দল। বাইলেন ওয়ানের বাসিন্দা জনৈক নারায়ণ বণিকের বাড়িতে গ্রিলের তালা ভেঙে তারা হাতিয়ে নিয়েছে নগদ প্রায় ষাট হাজার টাকা সহ ছয় ভরি স্বর্ণালকার। অন্যদিকে প্রতিবেশী ডাক বিভাগের কর্মী জনৈক রক্তিম দাসের বাড়িতে হানা দিয়েছিল চোরের দল। কিন্তু চোরের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা হই-হুল্লোর শুরু করেন। তবে তাঁর চিৎকার-চেঁচামেচিতে পালিয়ে যায় নিশিকুটুম্বের দল।

ঘটনার খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে হাজির হন টাউন দারোগা সামসুল হক। শেষ খবর পাওয়া পর্যন্ত চুরিকাণ্ডের কোনও ধরনের পুলিশি সাফল্য নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *