জোলাইবাড়িতে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা দাঁড় করালেন নির্দল প্রার্থীকে, মনোনয়ন জমা দিলেন বিকাশ রিয়াং

শান্তিরবাজার(ত্রিপুরা), ৩০ জানুয়ারি(হি. স.) : উত্সবের মেজাজে আজ দক্ষিণ ত্রিপুরা জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। বহিরাগত প্রার্থী এনে জোলাইবাড়িতে দাঁড় করিয়েছে আইপিএফটি। তাই, বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা নির্দল প্রার্থী দাঁড় করিয়ে আজ তিনি মনোনয়ন জমা দিয়েছেন। এদিকে, মনু, সাবরূম, শান্তিরবাজার এবং জোলাইবাড়ি কেন্দ্রে বিজেপি এবং তিপরা মথার প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন।

আজ জোলাইবাড়ি কেন্দ্রে তিপরা মথার প্রার্থী গৌরব মগ চৌধুরী, শান্তিরবাজারে তিপরা মথা প্রার্থী হরেন্দ্র রিয়াং, মনু কেন্দ্রে বিজেপির মাইলাফ্রু মগ ও তিপরা মথার প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা, সাবরূম কেন্দ্রে বিজেপি প্রার্থী শংকর রায় এবং জোলাইবাড়ি কেন্দ্রে নির্দল প্রার্থী বিকাশ রিয়াং মনোনয়ন জমা দিয়েছেন।

প্রসঙ্গত, জোলাইবাড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী দেয়নি। ওই আসনে আইপিএফটি-কে প্রার্থী দেওয়ার সুযোগ দিয়েছিল পদ্ম শিবির। কিন্তু, বহিরাগত এনে আইপিএফটি ওই কেন্দ্রে প্রার্থী দেওয়ায় স্থানীয় বিজেপি কর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। তাঁরা ভোট বয়কটের হুমকি দিয়েছিলেন। শেষ মুহুর্তে তাঁরা ওই কেন্দ্রে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছেন। আজ জোলাইবাড়ি কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে বিকাশ রিয়াং মনোনয়ন জমা দিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *